Home Cats জার্মানির বন নগরীতে এসডিজি বিষয়ে দেয়ালচিত্র উদ্বোধন

জার্মানির বন নগরীতে এসডিজি বিষয়ে দেয়ালচিত্র উদ্বোধন

458
0
Team Seraji Foundation

বন, ২৯ জুনঃ ওয়ান ওয়ার্ল্ড নেটওয়ার্ক এর উদ্যোগে জার্মানির বিভিন্ন নগরীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে এবং লক্ষ্যমাত্রা অর্জনে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ত্বরান্নিত করতে দেয়ালচিত্র কর্মসূচির অংশ হিসেবে বন নগরীতে ২৯ জুন দেয়ালচিত্র উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে শনিবার ডিটিব বন মসজিদের সম্মুখ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান এবং বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বন ও আশেপাশের নগরীতে সক্রিয় ইন্টেগ্রেশন এবং উন্নয়ন নীতিমালা বিষয়ে কর্মরত অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী সংস্থা এই প্রদর্শনীতে নিজেদের তথ্য সামগ্রী নিয়ে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে উন্নয়ন সংস্থা বাসুগ এবং সেরাজী ফাউন্ডেশন বিভিন্ন পাটের তৈরি পণ্য এবং বাংলাদেশ ও নেপালের দেশীয় পণ্য প্রদর্শন করে।     

উল্লেখ্য, এসডিজি বিষয়ক দেয়াল চিত্রের এই কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতায় ছিল বন সিটি কর্পোরেশন এবং পরিবেশ ও উন্নয়ন ফাউন্ডেশন এনআরডাব্লিউ।